Jamshedpur’s mistake is Mumbai’s gain, ironically Mohun Bagan
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: এআইএফএফের শৃঙ্খলা রক্ষা কমিটির নির্দেশের পরেই মুম্বাইয়ের পয়েন্ট তালিকায় যোগ হল আরো দুই পয়েন্ট। ও তিন গোলের ব্যবধান, যার জেরে কিঞ্চিৎ চাপে পড়ল মোহনবাগান। কারণ গোল পার্থক্যে যদি বাগান ভালো জায়গায় থাকত তাহলে শিল্ড চ্যাম্পিয়নশিপের দিকে এক পা এগিয়েই রাখত বাগান, কিন্তু আইএসেলের নতুন লীগ টেবিলের পয়েন্ট এবং গোল পার্থক্য , দুই বিভাগেই কিছুটা দূরত্ব তৈরি হল। ১৯ ম্যাচ খেলে মুম্বই সিটি এফসির পয়েন্ট দাড়াল ৪১। গোল পার্থক্যে তারা +২০। অন্য দিকে এক ম্যাচ কম খেলে মোহনবাগানের পয়েন্ট ৩৯। গোল পার্থক্যে বাগান একটু পিছিয়ে। পেত্রাতোসরা গোল পার্থক্যে রয়েছে +১৬তে। অর্থাৎ প্রায় ৪ গোলের ব্যবধান। যদিও হাবাস ব্রিগেড একটি ম্যাচ কম খেলেছে, কিন্তু পরের ৪ টি ম্যাচের একটিতেও পয়েন্ট নষ্ট করলে কামিন্সদের বাকি তিনটি ম্যাচই মাস্ট উইন হয়ে যাবে। আর সেক্ষেত্রে, শেষ ম্যাচে মুম্বই সিটিকে হারতেই হবে সবুজ মেরুন ফুটবলারদের। যা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে বাগান শিবিরের।