Jadavpur’s new vice-chancellor Bhaskar Gupta,Acharya gave the seal in the name of the state
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারের সুপারিশকে মান্যতা দিয়ে অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ করলেন রাজ্যপাল। সোমবার রাজভবনের পক্ষ থেকে নতুন উপাচার্য হিসাবে অধ্যাপক গুপ্তর নাম জানানো হয়েছে। গত বছর এপ্রিল মাস থেকে কোন স্থায়ী উপাচার্য ছিল না যাদবপুরে। ওই বছর আগস্ট মাসে বুদ্ধদেব সাউকে অন্তর্বর্তী উপাচার্য হিসাবে নিয়োগ করেন রাজ্যপাল। গত ২৪ ডিসেম্বর যাদবপুরের উপাচার্য পদ থেকে অপসারিত করা হয়েছিল বুদ্ধদেব সাউকে। মূলত, সমাবর্তন অনুষ্ঠানকে বিতর্কের জেরেই পদ থেকে অপসারিত হতে হয়েছিল বুদ্ধদেব সাউকে। ফলে এতদিন কার্যত উপাচার্যহীন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
রাজভবন সূত্রের খবর, সোমবার বিকেলে ভাস্করকে রাজভবনে আবার ডাকা হয়। সেখানেই রাজ্যপাল যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন। রাজ্যপালের নির্দেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাস্কর ১৯৮১ সালের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাঁর কাজ চালিয়ে যাবেন। প্রসঙ্গত, তৃণমূল সরকার আসার পরে ভাস্কর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যানও হয়েছিলেন। সোমবার রাজ্যের নামের উপর সিলমোহর দেওয়ায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।