Allegations of sexual proposition against JU professor, Email to University Registrar
কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : ফের বিতর্কের কেন্দ্রবিন্দু যাদবপুর বিশ্ববিদ্যালয়। জেইউ-র অধ্যাপকের বিরুদ্ধে যৌন প্রস্তাব দেওয়ার অভিযোগে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ইমেল পাঠিয়ে অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ জানায় এমএ ফাইনাল ইয়ারের এক ছাত্রী।
জার্নালিজম ও মাস কমিউনিকেশন বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী সে। তাঁর অভিযোগ, পরীক্ষার সময়ে তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয়। ছাত্রীর আরও অভিযোগ, ওই অধ্যাপক যৌন সম্পর্ক তৈরির প্রস্তাব দিয়েছেন। কখনও সরাসরি, কখনও নিজের অনুগতদের মাধ্যমে বার্তা পাঠিয়ে। তবে একবার নয়, একাধিকবার যৌন সম্পর্ক তৈরির প্রস্তাব দেয় ওই অধ্যাপক। তবে কোনওবারই ওই ছাত্রী রাজি হয়নি।
গত ২১ তারিখ ওই ছাত্রীর সেমিস্টারের পরীক্ষা ছিল। পরীক্ষা দেওয়ার মাঝেই তাঁকে হল থেকে ডেকে বের করে নিয়ে নিজের ঘরে ডেকে নেন বলে অভিযোগ ওই ছাত্রীর। তাঁর বিরুদ্ধে পরীক্ষায় টুকলির অভিযোগ তুলে অবাঞ্ছিতভাবে ছাত্রীর দেহ স্পর্শ করতে থাকেন ওই অধ্যাপক। তাঁর প্রস্তাবে ওই ছাত্রী রাজি না হলে বিশ্ববিদ্যালয় থেকেও বের করে দেওয়ারও হুমকি দেয় ওই অধ্যাপক।
মেল করে পুরো বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে জানানো হয়। অধ্যাপকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নিয়েছে কিনা, তা জানা যায়নি এখনও। তবে ওই ছাত্রীটি মানসিকভাবে ভেঙে পড়েছে। তার ফলে সে ভালো করে মনোযোগ দিতে পারছেনা পড়াশোনায়।