Srijan Bhattacharya, the CPI(M) candidate for Jadavpur Lok Sabha constituency, campaigned at Bhangor on Friday.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শুক্রবার ভাঙড়ে প্রচার করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্য। সকালে তিনি ভাঙড়ের বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করেন। মানুষের সঙ্গে কথা বলেন সৃজন। বহু মানুষ শাসক দলের হুমকি, চোখরাঙানিকে উপেক্ষা করে এগিয়ে আসেন প্রার্থীর সাথে কথা বলেন।
স্থানীয় ব্যবসায়ী থেকে পথ চলতি মানুষ সৃজনকে দেখে এগিয়ে আসেন, তার সাথে পরিচিত হন। প্রার্থীও তাদের সাথে কথা বলেন, আবেদন করেন নির্বাচনে তাকে সমর্থন করার জন্য।