Advantage Mumbai in the race to win the ISL Shield, winning 2-0
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইএসএলের শিল্ড জয়ের দৌড়ে আরো একধাপ এগলো মুম্বাই সিটি এফসি। হায়দ্রাবাদ এফসি-কে ৩-০ গোলে হারিয়ে দিল লীগ টপাররা। এই জয়ের সঙ্গে সঙ্গেই ২০ ম্যাচে মুম্বাই সিটি এফসির পয়েন্ট দাঁড়ালো ৪৪। দ্বিতীয় স্থানের থাকা মোহনবাগানের পয়েন্ট সংখ্যা ১৯ ম্যাচে ৩৯। পরের দুই ম্যাচ মুম্বাই সিটি এফসি জিততে পারলেই সরাসরি চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। পরের ম্যাচ জিতলে এবং মোহনবাগান ম্যাচ ড্র করলেও তারা লিগ শিল্ড জিততে পারবেন গোল পার্থক্যের নিরিখে। অবশ্য সেই জন্য তাকিয়ে থাকতে হবে মোহনবাগান তাদের পরের দুটি ম্যাচে জিততে পারে কিনা। কারণ শেষ পর্বে ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসি বনাম মোহনবাগানের। পরের দুটি ম্যাচ যদি সবুজ মেরুন জিততে পারে সেক্ষেত্রে আইএসএল-এর অন্তিম পর্বের মোহনবাগান -মুম্বাই ম্যাচি হবে লীগ ডিসাইডার। হায়দ্রাবাদের বিরুদ্ধে মুম্বাই- এর হয়ে গোল তিনটি করেন লালিয়ানজুয়ালা চাংতে, মেহতাব সিং এবং জর্গে পেরেইরা ডিয়াজ। ম্যাচ ৩-০ ব্যবধানে জেতায় গোল পার্থক্য আরো কিছুটা বাড়িয়ে নিল মুম্বাই। তার ফলে মোহনবাগানের কাছে পরের তিনটি ম্যাচে জয় ছাড়া আর কার্যত কোন উপায় রইল না। যদিও মুম্বাইয়ের পরের ম্যাচ রয়েছে উড়িষ্য- র সঙ্গে। সেই ম্যাচে যদি মুম্বাই পয়েন্ট নষ্ট করে তাহলে আরো একবার পড়ে পাওয়া চোদ্দআনা সুযোগ চলে আসবে আন্তোনিও লোপেজ হাবাসের দলের কাছে।