Mohan Bagan stayed in the top two of the ISL league table after defeating Kerala Blasters in a tight match.
ফুটবল
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক:কেরল ব্লাস্টারসকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে আইএসেলের লীগ টেবিলের টপ টু – এর মধ্যেই রইল মোহন বাগান। অবশ্য সুযোগ ছিল শীর্ষে ওঠার। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করায় শীর্ষে উঠতে পারল না বাগান, এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে মুম্বাইয়ের সঙ্গে পয়েন্টের নিরিখে একই স্থানে আছে বাগান।
যদিও গোল পার্থক্যে শীর্ষে রয়েছে মুম্বাই সিটি এফসি। বাগানের রক্ষণভাগ যা খেলা দেখালো আজ, তাতে চিন্তা থেকেই যাচ্ছে মোহন বাগানের। সামনে আর মাত্র ৪ টে ম্যাচ। পুরো পয়েন্ট তুলতে পারলেই শিল্ড জিতবে সবুজ মেরুন। তবে তারজন্য রক্ষণের জমাট ভাব আশা অত্যন্ত জরুরি। এদিকে মোহনবাগানের তিন স্ট্রাইকার আইএসএলের প্রথম ম্যাচ সর্ব্বোচ গোলদাতার মধ্যে রয়েছেন। কামিংস করে ফেলেছেন ৯ গোল। পেত্রাতোস করেছেন ৮ গোল। আলবেনিয়ার স্ট্রাইকার আর্মন্দো সাদিকু করেছেন ৭ গোল। ফলে বাগানকে ডিফেন্স যদি চিন্তায় ফেলে তাহলে আক্রমণ অক্সিজেন দিচ্ছে তা বলাই যায়।