Points were deducted from Jamshedpur, 3 points, 3 goals in Mumbai
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইএসএলে সুবিধা পেয়ে গেল মুম্বাই সিটি এফসি। জামশেদপুর ম্যাচের ৩ পয়েন্ট দেওয়া হল মুম্বাই সিটি এফসিকে। নিয়ম মাফিক ৭ জন ভারতীয় ফুটবলার না খেলানোয় জামশেদপুরের বিপক্ষে অভিযোগ করেছিল মুম্বাই শিবির। এরপরই এআইএফএফের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে বিষয়টির তদন্ত আসে। শেষ মেষ কমিটির রিপোর্ট জমা পড়ে বুধবার। সেদিনের ভুলের জন্য শেষ মেষ মুম্বাইকে ৩ পয়েন্ট ও ৩ গোলের ব্যবধানে দেওয়া হল। ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলে, কিন্তু জামশেদপুর যেহেতু অতিরিক্ত বিদেশী ফুটবলার খেলিয়েছিল, তাই তাদের পাওয়া ১ পয়েন্ট কেটে নেওয়া হল। যার জেরে পয়েন্ট এবং গোল পার্থক্যের নিরিখে আইএসএলের লীগ টেবিলে বেশ ভালো জায়গায় চলে গেল মুম্বই। ধাক্কা যে মোহন বাগানের একটা লাগল, তা বলাই বাহুল্য। অবশ্য জামশেদপুরের পয়েন্ট কাটা যাওয়ায় কিছুটা অক্সিজেন পেল ইস্টবেঙ্গল ক্লাব।