East Bengal have a tough match against Kerala on Wednesday
ফুটবল
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বুধবার কেরলের মাঠে খেলতে নামছে ইস্টবেঙ্গল। আইএসএলে প্রায় ৩ সপ্তাহের বিরতির পর ফের মাঠে নামছে লাল হলুদ। চোটের জন্য এই ম্যাচে নেই নন্দকুমার। কেরল দলও যথেষ্টই শক্তিশালী। বিশেষ করে তাদের স্ট্রাইকার দিমিত্রি দিয়ামানতাকোস দুরন্ত ফর্মে রয়েছেন। সেই তুলনায় লালহলুদের ডিফেন্স অনেকটাই নড়বড়ে। তবুও অঙ্কের নিরিখে এখনও প্লে অফের সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের। পরের তিনটি ম্যাচ জিততে পারলে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াবে ২৭। এই ম্যাচের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স দল ইতিমধ্যেই প্লে অফের স্থান কার্যত পকেটে পুড়ে ফেলেছে। ফলে নিঃসন্দেহে তাদের পারফরম্যান্স এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের তুলনায় ভালো, তা বলতেই হবে। মরসুমের শেষ পর্ব এসে গেছে, ফলে ক্লেইটন ছাড়া বাকি অনেক বিদেশীই নিজেদের স্বার্থে ভালো পারফরম্যান্স করতে চাইবে, যাতে স্কাউটদের নজরে পড়েন। আওয়ে ম্যাচ হওয়ায় ১ পয়েন্টের জন্যই খেলতে চাইবেন কোচ কুয়াদ্রাত।