Mohun Bagan’s dream shattered, ISL champions Mumbai City FC
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন হওয়া হল না মোহনবাগানের। সল্টলেক স্টেডিয়ামে সমর্থকদের সামনেই হেরে গেল মোহনবাগান। ১-০ গোলে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না। ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হল দিমিত্রি পেত্রাতোসদের। প্রথমে অবশ্য জ্যাসন কামিনসের গোলে এগিয়ে গেছিল মোহনবাগান, কিন্তু সেই লিড ধরে রাখতে পারল না মোহনবাগানের রক্ষণ। ৪৪ মিনিটে কামিন্সের গোলের পর ১-০ এগিয়ে বিরতিতে যায় মোহনবাগান। ফিরে এসেই গোল করে দলকে সমতায় ফেরান মুম্বইয়ের জোর্গে দিয়াজ। এর কিছুক্ষণ পর মুম্বইকে দ্বিতীয় গোল এনে দেন বিপিন সিং। ম্যাচের শেষ লগ্নে তৃতীয় গোলটি করে মুম্বইয়ের জয় নিশ্চিত করে দেন ভোজতাস। এই মাঠেই তিন সপ্তাহ আগে মুম্বইকে হারিয়ে শিল্ড জিতেছিল হাবাসের বাগান। সেই মাঠে এসেই বদলা নিয়ে আইএসএল ট্রফি জিতে গেল মুম্বই সিটি এফসি। ফলে ডুরান্ড, লিগ শিল্ডের পর আইএসএল ট্রফি ডিফেন্ড করা হল না পেত্রাতোস, মনবীর, লিস্টনদের।