ISIS has links with Waisi, BJP candidate’s explosive claim
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আইসিসির সঙ্গে যোগসাজস রয়েছে মিম নেতা আসাদউদ্দিন ওয়াইসির , বিস্ফোরক দাবি করলেন বিজেপির প্রার্থী মাধবীলতা। মাঝেমধ্যেই বিরোধীরা অভিযোগ করে থাকে, বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে মিমের। হায়দ্রাবাদে যে কেন্দ্রে ওয়াইসি দাঁড়িয়েছেন, সেখানে ৭০ শতাংশ সংখ্যালঘুু ভোটার রয়েছে। মিম নেতা আসাদউদ্দিন ওয়াইসির প্রতিপক্ষ এবারে মাধবীলতা। পেশায় তিনি নৃত্যশিল্পী। কয়েকদিন আগেই আসাদউদ্দিন দাবি করেছিলেন, ‘ তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে’। এরপরই পাল্টা মিম সুপ্রিমোর দিকে মাধবীলতা আঙুল তুলে বলছেন, ‘সন্ত্রাসবাদি গোষ্ঠী আইসিসের সঙ্গে যোগসাজক রয়েছে তার। বন্ধুত্ব রয়েছে ভয়ংকর সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে। তাকে খুনের হুমকি আবার কে দেবে? ওর বন্ধুরাই তো সব আইসিসের লোক। ওখানে ওর শক্ত ঘাঁটি রয়েছে। অথচ তিনি নাকি দাবি করছেন দেওয়া হচ্ছে খুনের হুমকি’। হায়দরাবাদ কেন্দ্রে প্রচুর সংখ্যালঘু ভোটাররা থাকায় মিমের সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি সহজেই জয় পাবেন বলে মনে পড়ছে রাজনৈতিক বিশ্লেষকরা।