ISF second phase candidate list announced, Naushad not contesting in Diamond Harbour
লোকসভা নির্বাচনের মুখে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ আইএসএফের। বৃহস্পতিবার ৫টি লোকসভা কেন্দ্র এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ। বসিরবহাটের প্রার্থীর নাম বদল করা হয়েছে। হেভিওয়েট যাদবপুর, ডায়মন্ড-হারবারের পাশাপাশি বালুরঘাট, উলুবেড়িয়া, ব্যারাকপুরের জন্যও এদিন প্রার্থীদের নাম ঘোষণা করেছে আইএসএফ।
একনজরে দেখে নেওয়া যাক কে কোন কেন্দ্রের প্রার্থী।যাদবপুর – নুর আলম খান বালুরঘাট – অধ্যাপক ডঃ মোজাম্মেল হকউলুবেড়িয়া – মফিকুল ইসলামবারাকপুর – জামিল হোসেনডায়মন্ড হারবার – মজনু লস্করবসিরহাট – আক্তার আলি বিশ্বাসভগবানগোলা বিধানসভা উপনির্বাচন – মহম্মদ মুর্শিদুল আলম।
তবে বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দিল না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।