Central Board Class 12th Chemistry Exam Canceled Two Hours Before Exam Start
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সোমবার আচমকাই বাতিল হয়ে যায় কেন্দ্রীয় বোর্ড আইএসসির দ্বাদশের রসায়নের প্রথম পত্রের পরীক্ষা। দু’ঘণ্টা বাকি থাকতে পরীক্ষা বাতিল হয়। বিজ্ঞপ্তি জারি করে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্জামিনেশন (সিআইএসসিই) জানায়, সোমবারের পরীক্ষা ‘অপ্রত্যাশিত কারণবশত’ বাতিল করা হয়েছে। পরীক্ষা কেন বাতিল করা হল, সেই নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বিজ্ঞপ্তিতে পরীক্ষার নতুন দিনও বলে দেওয়া হয়েছে। ২০২৪ সালের ২১ মার্চ , বৃহস্পতিবার দুপুর ২টোর সময় দ্বাদশ শ্রেণির রসায়নের পরীক্ষা হবে।সোমবার এই খবর পাওয়ার পরই পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়। কেন পরীক্ষা বন্ধ হলো, এই প্রশ্ন উঠলে, এ বিষয়ে মুখ খোলেনি বোর্ড।আইএসসির পরীক্ষা শুরু হয় ১২ ফেব্রুয়ারি। শেষ হওয়ার কথা ৩ এপ্রিল, বুধবার। ফল ঘোষণা করা হবে মে মাসে।