The helicopter of the president of Iran, Ibrahim Raisi, has been affected by the accident
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনার কবলে পড়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। রবিবার, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এদিন তিনটি হেলিকপ্টারের একটি কনভয় নিয়ে যাচ্ছিলেন ইরানি প্রেসিডেন্ট। ইরানের প্রতিবেশি দেশ, আজারবাইজানে এই তিন কপ্টারের একটি দুর্ঘটনার মুখে পড়েছে। প্রেসিডেন্ট কেমন আছেন, তাঁর কোনও চোট লেগেছে কিনা – এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানায়নি ইরানের রাষ্ট্রীয় টিভি। তবে, ইরানের সংবাদ সংস্থা, আইআরএনএ জানিয়েছে, এদিন আজারবাইজানের প্রেসিডেন্ট, ইলহাম আলিয়েভের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাইসি। ইরান-আজারবাইজানের যৌথ উদ্যোগে নির্মিত একটি বাঁধের উদ্বোধন করেন তাঁরা। এরপর ফেরার পথে, দুর্ঘটনার মুখে পড়ে হেলিকপ্টারটি। রাইসির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন বলে জানা গিয়েছে।
সংবাদ সংস্থা জানাচ্ছে, একটি পার্বত্য অঞ্চল পেরিয়ে যাওয়ার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারায়। মূলথ প্রবল বৃষ্টি এবং ঘন কুয়াশায় পথ হারিয়ে ফেলেন পাইলট। এর পর সেটি উত্তরপশ্চিম ইরানের খাড়াই আছড়ে পড়ে বলে জানা গিয়েছে। ওই এলাকাটি তেহরান শহর থেকে ৬০০ কিলোমিটার দূরে। পূর্ব আজারবাইজানের অংশ। শুরুতে জানা গিয়েছিল, চপারটিকে বাজে ভাবে জরুরি অবতরণ করানো হয়। যদিও পরে জানা যায়, সেটি পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে। যদিও প্রেসেডেন্ট রাইসি এবং বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ান কেমন আছেন, এখনও পর্যন্ত জানা যায়নি।