Rajasthan vs Mumbai clash at Wankhede on Monday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক:সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামছে মুম্বাই ইন্ডিয়ান। প্রতিপক্ষ পরপর দুটি ম্যাচে জয় পাওয়া রাজস্থান রয়্যালস। এবারের আইপিএলে এখনো পর্যন্ত পয়েন্টের খাতা খুলতে ব্যর্থ হাইপ্রোফাইল মুম্বাই ইন্ডিয়ান দল। সেখানে সঞ্জু স্যামসনের নেতৃত্বে প্রথম দুটি ম্যাচেই সহজ জয় তুলেছে রয়্যালসরা। খুব স্বাভাবিকভাবেই ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে তা বলাই বাহুল্য । কারণ হার্দিক পান্ডিয়ার মুম্বাই অবশ্যই চাইবে, প্রথম পয়েন্ট তুলে নিতে। অন্যদিকে রাজস্থান চাইবে জয়ের হ্যাটট্রিক করতে। প্রথম দুই ম্যাচ-এই বোলিং নিয়ে বিস্তর সমালোচনার মুখে পড়েছে মুম্বাই দল । পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে যশপ্রীত বুমরাহকে দিয়ে বোলিং ওপেন না করাতে গিয়ে আইপিএলের এক ইনিংসে রেকর্ড রান খেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। মুম্বাইতে ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে তাই বোলিং শুরু করতে পারেন বুমরাহ । ব্যাট হাতে রোহিত শর্মা , ঈশান কিষান জুটি ভালো খেললেও অধিনায়ক হার্দিক নিশ্চয়ই চাইবেন নিজেও রানের মধ্যে ফিরতে। কারণ বল হাতে যেমন তিনি পারফর্ম করতে পারছেন না, তেমনি ব্যাট হাতেও তার পারফরমেন্স আহামরি নয়। রোহিতদের চ্যালেঞ্জ অবশ্যই ট্রেন্ট বোল্টের পেস বোলিং এর সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহালদের স্পিন বোলিং সামাল দেওয়া। এখন দেখায় সপ্তাহ শুরুর ম্যাচে জয়ের হ্যাটট্রিক করে রাজস্থান না পয়েন্টের খাতা খুলতে পারে মুম্বাই ইন্ডিয়ানস দল।