Mumbai Indians in Asar to prevent mockery against Hardik, Mumbai Cricket Association on side
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক:হার্দিক পান্ডিয়ার পাশে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। আইপিএলের শুরুর আগে থেকেই এবছর বিতর্কে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। অধিনায়কত্ব নিয়ে যেমন তিনি সমালোচিত হচ্ছেন, তেমনি তার বডি ল্যাঙ্গয়েজ পছন্দ নয় অনেকের। প্রথম ম্যাচে আহমেদাবাদে রোহিত শর্মাকে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে পাঠিয়ে বিস্তর সমালোচনার মুখে পড়েছিলেন হার্দিক। পরের ম্যাচে হায়দ্রাবাদে বিপক্ষে প্রথম তিন ওভারের পরই কি করবেন কিভাবে ফিল্ড সাজাবেন সেটাও বুঝে উঠতে পারছিলেন না হার্দিক। ভারত অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়কত্ব দেওয়ায় এমনিতেই সমর্থকরা খুবই অখুশি ছিলেন। ফলত প্রথম ম্যাচ থেকেই হার্দিক পান্ডিয়াকে নিয়েও মাঠে উপস্থিত সমর্থকরা বিদ্রুপ করছিলেন। মুম্বই অধিনায়কের যাতে সমর্থকদের বিদ্রুপের ফলে ফোকাস না নষ্ট হয়, সেইজন্য মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল রাজ্য ক্রিকেট সংস্থার কাছে। এরপরই মুম্বই ক্রিকেট সংস্থার তরফ থেকে জানানো হয় যদি কোন ব্যক্তি বা সমর্থক হার্দিক পান্ডিয়াকে নিয়ে কোনো রকম কুরুচিকর ব্যানার বা কুমন্তব্য করেন তাহলে তাকে মাঠ থেকে বার করে দেয়া হবে।