Kolkata Knight Riders reached the IPL final after defeating Sunrisers Hyderabad.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শুরুটা করেছিলেন মিচেল স্টার্ক, শেষ করলেন আইয়ার যুগল। সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। ২০২১ সালের পর ফের ফাইনালে নাইটরা। প্রথমে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংএর সামনে পড়ে হায়দরাবাদ। হেডরা দাঁড়াতেই পারেননি। রাহুল ত্রিপাঠী ৫৫, ক্লাসেন ৩২ এবং কামিন্স করেন ৩০ রান। ১৫৯ রানে অল আউট হয়ে যায় হায়দরাবাদ, ৩ উইকেট নেন স্টার্ক। জবাবে ব্যাট করতে নেমে সাবধানে শুরু করেন দুই ওপেনার। গুরবাজ করেন ১৪ বলে ২৩, নারিন করেন ১৬ বলে ২১। এরপর ২৮ বলে ৫১ রান করেন ভেঙ্কটেশ আইয়ার, ২৪ বলে ৫৮ রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ৩৮ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন নাইট রাইডার্স। দায়িত্ব নিয়েই দলকে ফাইনালে তুললেন গৌতম গম্ভীর।