Must win match on Monday Sunrisers Hyderabad vs Mumbai
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : লিগের লাস্ট ল্যাপ যতই এগিয়ে আসছে, ততই রুদ্ধশ্বাস হয়ে উঠছে আইপিএল। চেন্নাই সুপার কিংস জয় পেয়েছে। কলকাতা লিগ টেবিলে ভালো জায়গায় আছে। লখনউ ছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদও প্লে অফের লড়াইয়ে আছে। ফলে রাজস্থান ছাড়া, পরের তিন স্পটের জন্য লড়ছে ৪ দল। এরই মধ্যে ৩ দলের খেলা ছিল রবিবার। ওপর দল হায়দরাবাদ সোমবারই মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স- এর। ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে এই ম্যাচ। প্রথম লেগের ম্যাচে মুম্বাইকে পর্যদুস্ত করে দিয়েছিলেন ট্রাভিস হেড, অভিষেক শর্মারা। অবশ্যই এই ম্যাচেও তাদের ব্যাট চলতে হবে, নাহলে প্লে অফের রাস্তা কঠিন হয়ে যাবে নিজামের শহরের দলের কাছে। অন্যদিকে মুম্বাই শিবির চাইবে সম্মানরক্ষার খাতিরেই অন্তত ম্যাচ থেকে জয় তুলে নিতে। অবশ্য টি২০ বিশ্বকাপের আগে রোহিত শর্মা, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া নিশ্চই চাইবেন ফর্মে ফিরতে। যদিও তাদের থেকেও এই ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ প্যাট কামিন্সের দলের কাছে অন্তত এবারের আইপিএলের প্লে অফে যাওয়ার জন্য।