Lucknow Super Giants were virtually knocked out of the IPL by Delhi Capitals.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: লখনউ সুপার জায়ান্টসকে আইপিএল থেকে কার্যত ছিটকে দিল দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্ত দলে ফিরতেই জয়ের সরণীতে ফিরল রাজধানির দল। ম্যাচে ১৯ রানে লখনউকে হারাল ক্যাপিটালসরা। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৮ রান করে দিল্লি। বাংলার ছেলে অভিষেক পোড়েল করেন ৫৮ রান, ট্রিস্টান স্টাবস করেন ৫৭, শাই হোপ করেন ৩৮। লখনউ দলের ওপেনিং এদিনও ক্লিক করেনি। ১৯ রান দুরে থেমে যায় তাঁরা। নিকোলাস পুরান ২৭ বলে ৬১ রান করেন। ৩৩ বলে ৫৮ রানের দুরন্ত ইনিংস খেলেন অর্শাদ খান। কিন্তু দলকে জেতাতে পারেননি লখনউ ক্রিকেটাররা। ফলে এবারের আইপিএল থেকে কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেল তাঁদের। অধিনায়ক লোকেশ রাহুল, লখনউয়ের হয়ে মাত্র ৫ রান করেন। এবারের মতো লিগ অভিযান শেষ করল দিল্লি ক্যাপিটালস। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল পন্তের ক্যাপিটালস শিবির। এদিকে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট রইল নিকোলাস পুরানদের লখনউ সুপার জায়ান্টসের।