Royal Challengers Bangalore defeated Gujarat Titans twice in IPL.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলে টানা দুবার গুজরাট টাইটান্সকে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর আগের ম্যাচেও উইল জ্যাকসের দুরন্ত শতরান এবং বিরাটের ৭০ রানের ইনিংসের সৌজন্যে গুজরাটকে পর্যুদস্ত করেই হারিয়েছিল আরসিবি। সেবার খেলা ছিল আহমেদাবাদে। এবারে চিন্নাস্বামীতেও গুজরাটকে ফের হারিয়ে দিল বিরাট কোহলির দল। ছোট মাঠ হলেও গুজরাটের টপ অর্ডার ব্যাটাররা বড় রান তেমন কেউই পেলেন না। ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিল ব্যর্থ হলেন। ৩৭ রান করেন শাহরুখ কান, ৩০ রান করেন ডেভিড মিলার। ৩৫ রান করেন অলরাউন্ডার রাহুল তেওয়াতিয়া। সেই সুবাদেই গুজরাটের স্কোর পৌঁছায় ১৪৭ রানে। ব্যাট করতে নেমে ফাফ দুপ্লেসিসের অর্ধশতরানে বেশ ভালো জায়গায় পৌঁছে যায় আরসিবি। কিন্তু হঠাৎ করেই ৬ উইকেট হারিয়ে ব্যাটাররা ফের চাপে ফেলে দেয় দলকে। বিরাট কোহলি করেন ৪২ রান। শেষ পর্যন্ত অভিজ্ঞ দিনেশ কার্তিক দাঁড়িয়ে থেকে ম্যাচ জিতিয়ে মাঠে ছাড়েন। ৩৮ বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচ জিতে নেয় আরসিবি।