Kolkata Knight Riders are going to play their away match in IPL on Friday.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শুক্রবার আইপিএলে নিজেদের আওয়ে ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাঁদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ানস শিবির। এমনিতে এবারে মুম্বই দলের খুবই করুণ পরিস্থিতি, কিন্তু তাঁদের যা ট্র্যাক রেকর্ড কেকেআরের বিপক্ষে সেটাই ভাবাচ্ছে নাইটদের। আর কয়েকটা ম্যাচের পরই দল ছেড়ে দেবেন ফিল সল্ট। ফলে কাকে দিয়ে ওপেনিং করানো যায় প্লে অফে সেই চিন্তা রয়েছে নাইটদের। তবে দিল্লিকে হারাবোর পর রাসেল, স্টার্কদের প্রধান চ্যালেঞ্জ এখন আগে প্লে অফের টিকিট নিশ্চিত করা। ১২ পয়েন্ট পাওয়ায় তাঁরা এই মূহূর্তে ভালো অবস্থাতেই রয়েছে।কিন্তু এমন এমন জেতা ম্যাচ তাঁরা হেরেছে, যা নিয়েও চিন্তা থাকছে। যদিও মুম্বইয়ের বোলিং একদমই ক্ষুরধার নয়। সেই তুলনায় নাইটদের ব্যাটিং শক্তিশালী, সেকথা বলাই যায়। তাই নাইটরা অবশ্যই চাইবে ওয়াংখেড়েতে নিজেদের ট্র্যাক রেকর্ড বদলে, জয় তুলে নিতে এবং প্লে অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে।