Kolkata Knight Riders are on the way to the playoffs after beating Lucknow
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: লখনউতে সুনীল নারিনের ঝড়ের সামনে খড়কুটোর মতো উড়ে গেল সুপার জায়েন্টসরা। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও সফল হলেন ক্যারিবিয়ান ক্রিকেটার । প্রথমে ব্যাট করতে নেমে ফিল সল্টকে দ্রুত রান তুললেও অন্যদিনের মতো বড় পার্টনারশিপ তৈরি হয়নি। ১৪ বলে ৩২ রানে সল্ট আউট হতে তাই সাময়িক সমস্যায় পড়ে কেকেআর।কিন্তু সেই ঘাটতি পুষিয়ে দেন নারিন।অবশ্য আরেক টপ অর্ডার ব্যাটার অংক্রিশ সাহায্য করেন। সুনীল নারিন করেন ৩৯ বলে ৮১ রান। অংক্রিশ করেন ২৬ বলে ৩২। রমন্দীপ সিং নেমে শেষদিকে ৬ বলে ২৫ রান করে কেকেআরের স্কোর ২৩৫ এ নিয়ে যান। জবাবে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলের সঙ্গে জুটিতে ভালোই রান তুলছিলেন মার্কাস স্টোইনিস। কিন্তু এই দুজন আউট হয়েই তাসের ঘরের মতো ভেঙে পরে লখনউ ব্যাটিং লাইন আপ। ঘরের মাঠে মাত্র ১৩৭ রানেই গুটিয়ে যায় তারা। ৯৮ রানে ম্যাচ জিতে নেয় কলকাতা। নাইটদের হয়ে তিন উইকেট নেন হর্ষিত রান এবং বরুণ চক্রবর্তী। রাসেলও নেন জোড়া উইকেট। এই জয়ের ফলে প্লে অফ কার্যত নিশ্চিত হয়ে গেল শ্রেয়াস আইয়ারের দলের।