Lucknow beat Mumbai to top the league table
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আইপিএলে ফের হারের মুখ দেখল মুম্বই ইন্ডিয়ানস দল। এবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে হারের মুখ দেখল হার্দিক পান্ডিয়ার দল। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে মুম্বই শিবির। ওপেনার ইশান কিষান ৩৬ বলে ৩২ রান করেন। রোহিত শর্মা ৪, সূর্যকুমার যাদব ১০, তীলক ভার্মা ৭ এবং হার্দিক পান্ডিয়া গোল্ডেন ডাক করে সাজঘরে ফেরেন। এখানেই কার্যত ম্যাচের ভাগ্য নির্ণয় হয়ে গেছিল। অপেক্ষা ছিল শুধুই সময়ের। এরই মধ্যে নেহাল ওয়াধিরা ৪১ বলে ৪৬ রান করে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যান। শেষ দিকে টিম ডেভিড নেমে ১৮ ম্যাচে ৩৫ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে এক ওপেনার আর্শিন কুলকার্নী ০ রানে আউট হলেও ম্যাচের হাল ধরেন লোকেশ রাহুল এবং মার্কাস স্টোইনিস। রাহুল করেন ২৮ রান। অস্ট্রেলিয়ান স্টোইনিস করেন ৬২ রান। দীপক হুডা নেমে ১৮ রান করেন। শেষদিকে নিকোলাস পূরণ জিতিয়ে দেন তাদের। ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় লখনউ। যদিও আয়ুশ বাদোনির বিতর্কিত আউট নিয়ে প্রশ্নের মুখে থার্ড আম্পায়ার। লখনউতে নিজেদের ঘরের মাঠে এই জয়ের ফলে তিন নম্বরে উঠে এল লোকেশ রাহুল, নিকোলাস পুনারদের দল।