Sunrisers Hyderabad are in trouble after losing to Mumbai
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলে বড় ধাক্কা খেল সানরাইজার্স হায়দরাবাদ দল। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে গেল তারা। ফলে প্লে অফের রাস্তা কঠিন হয়ে গেল তাদের কাছে। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান করে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে ১৬ বল বাকি থাকতেই জয় তুলে নেয় মুম্বাই। হায়দরাবাদের হয়ে ট্রাবিস হেড করেন ৪৮, অধিনায়ক প্যাট কামিন্স করেন ৩৫ রান। পাল্টা মুম্বাইকে চাপে ফেলে দিয়েছিল হায়দরাবাদ। কিন্তু অবিশ্বাস্য ইনিংস খেলে ইন্ডিয়ানসকে জিতিয়ে দিলেন বিশ্বের এক নম্বর টি২০ ব্যাটসম্যান সূর্ণকুমার যাদব। একদিকে যখন পরপর উইকেট পড়ছে তখন ৫১ বলে ১০২ রান করে দলকে জেতালেন সূর্য। তিলক ভর্মা করেন ৩৭ রান। বহুদিন পর বল হাতে নজর করেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্দিয়া, নেন ৩ উইকেট। এই জয়ের ফলে মুম্বাইয়ের খুব লাভ না হলেও, বড় ক্ষতি হয়ে গেল হায়দরাবাদের। পরের সব ম্যাচই কার্যত তাদের মাস্ট উইন হয়ে দাঁড়ালো।