Lucknow Super Giants and Sunrisers Hyderabad are going to the field in the IPL death match on Wednesday.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : বুধবার আইপিএলে মরণ বাঁচন ম্যাচে মাঠে নামছে লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলের মধ্যে যেই দলই হারেবে, প্লে অফের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়বে তারা। কারণ খুব স্বাভাবিক , দুই দলের পয়েন্ট সংখ্যা ১১ ম্যাচে ১২। ফলে এক দল একই জায়গার থেকে যাবে। এদিকে অপরের দিকে রাজস্থান এবং কলকাতা প্লে অফ কাছেই। মাঝে রয়েছে চেন্নাই সুপার কিংস, ধোনির দল সচরাচর এতদূর এগিয়ে ভুল করেনা। তাদেরও পয়েন্ট ১১ ম্যাচে ১২। নেট রান রেট ভালো তাদেরও। তাই এই ম্যাচ লোকেশ রাহুল – প্যাট কামিন্সের কাছে ডু ওর ডাই হয়ে গেছে। গত ম্যাচে মুম্বাইয়ের কাছে হেরে নিজেদের কাজ কঠিন করেছে কামিন্সের দল। অন্যদিকে কলকাতার কাছে বড় ব্যবধানে হেরেছে এলএসজি। দুই দলই তাই মরিয়া ঘুরে দাঁড়াতে। ওপেনিং জুতো দুই দলেরই গত ম্যাচে কাজ করেনি। নিকোলাস পুরান ব্যর্থ হতেই লখনউ দলের লড়াই শেষ হয়ে যায়। এদিকে হেড – অভিষেক ওপেনিং জুটি কাজ করেনি। একজন টিকে গেলেও বাকিরা তেমন নজর কাড়েনি, ফলে কামিন্স চাইবেন আর তড়িঘড়ি রান না তুলে বরং উইকেট বুঝেই খেলতে। এখন দেখার লখনউ বনাম হায়দরাবাদের লড়াইয়ে শেষ হাসি কে হাসে।