RCB will aim for a second win against Lucknow on Tuesday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: চিন্নাস্বামী স্টেডিয়ামে মঙ্গলবার আইপিএলে মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। লিগ টেবিলে নিচের দিকেই রয়েছে দুই দল। রয়্যাল চ্যালেঞ্জার্স দল তিনটি ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টস দল দুটি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে। অপরটিতে হেরেছে। আরসিবির ঘরের মাঠে খেলা হয় এই ম্যাচে কিছুটা এগিয়ে থেকে শুরু করার কথা ছিল ম্যাক্সওয়েলদের। বিরাট কোহলিও রানের মধ্যেই রয়েছেন আইপিএলের শুরু থেকে। এটাও একটা সুবিধার কথা ছিল আরসিবির কাছে। কিন্তু দলের বাকি ব্যাটসম্যানদের লাগাতার ব্যর্থতা অন্যান্য বারের মতো এবারও মরসুম শুরুতেই চাপে ফেলে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। ফাফ ডুপ্লেসিস প্রথম তিন ম্যাচেই রান পাননি। অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েল বা ক্যামেরুন গ্রীনও রানের মধ্যে নেই। তারাও আইপিএলে এবারে দাগ কাটতে ব্যর্থ। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কথা যত কম বলা যায় ততই ভালো। সিরাজ বাদ দিয়ে বাকি সব বোলারেরই পারফরম্যান্স নিম্নগামী। ঘরের মাঠে তাই কিছুটা চাপেই থাকছে আরসিবি। ম্যাচের মোর ঘোরাতে তাই ব্যাঙ্গালোরের ভরসা শুধুই বিরাট কোহলির চওড়া ব্যাট।