Rajasthan Royals cricket team is facing Delhi Capitals in IPL on Tuesday.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ক্রিকেট দল। এখন আইপিএলের দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান। তবে তাঁরা এক ম্যাচ কম খেলেছেন, পয়েন্ট কলকাতার মতোই তাঁদের ১৬, কিন্তু একটু নেট রান রেট কম। তবে মঙ্গলবার জিতলেই ফের একবার তাঁরা শীর্ষে পৌঁছে যাবেন। যশস্বী জয়সওয়াল, ট্রেন্ট বোল্টরা নিঃসন্দেহে চাইলেন কলকাতাকে সরিয়ে প্রথম স্থান দখল করতে। এদিকে খেলাটার নাম টি২০। তাই যখন তখন, যা কিছু হয়ে যেতে পারে। সেই জন্য দিল্লি দলকেও ছোট করে দেখলে হবে না। শুরুর দিকে ছন্দ না পেলেও এখন পন্থের দল ভালোই লড়ছে। আইপিএলের প্লে অফের রাস্তা এখনও খোলা তাঁদের কাছে। কিন্তু কাজটা কঠিন। কারণ তাঁদের পরের তিনটি ম্যাচেই জিততে হবে। এখন পর্যন্ত ১১ ম্যাচে তাঁদের পয়েন্ট ১০, তিন ম্যাচ জিতলে ১৬তে পৌঁছাবেন পন্থ, ওয়ার্নাররা। সেক্ষেত্রে প্লে অফের টিকিট জুটতে পারে, তাই ডর কে আগে জিত হে ঢংয়েই রাজস্থানের বিপক্ষে বুক চিতিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত রাজধানির ফ্র্যাঞ্চাইজি। এখন দেখার শেষ হাসি কে হাসে সঞ্জু বনাম পন্থ দ্বৈরথে।