Mumbai Indians vs Lucknow Super Giants match in IPL
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলে এই মূহূর্তে চারটি দলেরই পয়েন্ট ১০। ফলে প্রথম দুই দল ছাড়াও বাকি চার দলের কাছেও রয়েছে প্লে অফে যাওয়ার সুযোগ। এই আবহেই মঙ্গলবার লখনউতে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্ট। মুম্বইয়ের কাছে এই ম্যাচ ডু অর ডাই বটে। কারণ এরপরের পাঁচটা ম্যাচই তাঁদের জিততে হবে, এরপর অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে প্লে অফে যেতে গেলে। সেদিক থেকেই ভালো জায়গায় রয়েছে তাঁদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ৯ ম্যাচ থেকে তাঁদের পয়েন্ট ১০। ২ পয়েন্ট পেলে তাঁদের কাজ কিছুটা সহজ হবে। গত দুই বছরে লখনউ ফ্র্য়াঞ্চাইজি লোকেশ রাহুলের নেতৃত্বে খুব খারাপ খেলেনি। এবারও দল একদম খারাপ পারফরমেন্স করেছে তা নয়। দুবার চেন্নাইকে হারিয়ে দিয়েছে তাঁরা। তবে সমস্যা হচ্ছে ওপেনিংয়ে কুইন্টন ডি ককের একদম রানের মধ্যে না থাকা। গত ম্যাচে রাজস্থানের বিপক্ষে হেরেছে তাঁরা। এদিকে দিল্লির বিপক্ষ ২৪৭ রান পর্যন্ত তুললেও সেই ম্যাচ জেতা হয়নি মুম্বইয়ের। আক্ষেপটা থেকেই যাচ্ছে হার্দিকের দলের। আপাতত জয়ের সরণীতে ফিরে সম্মানরক্ষা করাই লক্ষ্যে ৫বারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজির।