Sunrisers Hyderabad reached the playoffs of IPL.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলের প্লে অফে পৌঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদ। গুজরাট টাইটানসের বিরুদ্ধে হায়দরাবাদের ম্যাচ ড্র হতেই ১ পয়েন্ট পায় দুই দল। তাতেই ১৫ পয়েন্ট নিয়ে আইপিএলের প্লে অফ নিশ্চিত করে ফেলে প্যাট কামিন্সের দল। এই মুহুর্তে চেন্নাই ছাড়া আর কেউ তাদের ধরতে পারবে না। এখনো হাতে এক ম্যাচ বাকি আছে ট্রাভিস হেড, অভিষেক শর্মাদের। ফলে রাজস্থান যদি কলকাতার কাছে হেরে যায় , আর হায়দরাবাদ যদি পরের ম্যাচে জিতে যায় তাহলে কোয়ালিফায়ার ওয়ানে খেলার সুযোগ পাবে সানরাইজার্স। প্রথম দিকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করা হয়, কিন্তু কোনভাবেই ম্যাচ শুরু করা যায়নি। তাতেই কার্যত সানরাইজার্সের প্লে অফ নিশ্চিত হয়ে যায়। কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালসের পর এবারের আইপিএলের তৃতীয় দল হিসেবে প্লে অফে গেল প্যাট কামিন্সের দল। শনিবার চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচে যেই দল জিতবে, তারা যাবে প্লে অফ।