Virat will play against Sanju Samson in Rajasthan
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলে মাস্ট উইন ম্যাচে শনিবার খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাজস্থানের মাঠে সঞ্জু স্যামসনদের বিপক্ষে খেলতে নামবে বিরাটরা। ম্যাচের আগে সমুহ চিন্তায় আরসিবি। দলের বিদেশিদের লাগাতার খারাপ পারফরমেন্সে চাপে পড়ে গেছে বেঙ্গালুরু। ওপেনিংয়ে দুপ্লেসিস রান পাচ্ছেন না। ম্যাক্সওয়েল তো ব্যাট হতে নামলেই পরের ব্যাটারকে অপেক্ষা করতে হচ্ছে মাঠে নামার জন্য। ক্যামেরন গ্রিনও ছন্দে নেই। বোলিং বিভাগও তেমন। আজারি জোসেফ হোক বা যশ দয়াল, সেই আক্রমণাত্মক মেজাজ উধাও বিরাটের দল থেকে। প্রথম চারটি ম্যাচের মধ্যে ৩টিতেই হেরেছে আরসিবি। তাই প্রতি ম্যাচই এখন তাদের কাছে মাস্ট উইন। এত খারাপের মধেও যেটুকু ভালো, তা হল বিরাটের রানের মধ্যে থাকা। অন্তত সেটা আরসিবির খুব কাজে না লাগলেও ভারতীয় টি২০ দলে ঢুকতে তাকে সাহায্য করবে, এই আশায় বিরাটভক্তরা। এখন দেখার শেষ হাসি হাসতে পারে কিনা আরসিবি।