Punjab Kings and Royal Challengers Bangalore are going to the field in the IPL match on Thursday.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার আইপিএলে নির্বিষ ম্যাচে মাঠে নামছে পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে জয়ের সঙ্গে দুই দলের কারোরই তেমন কোনও উন্নতির সম্ভাবনা নেই। কারণ প্লে অফের দৌড় থেকে তাঁরা অনেকটাই পিছিয়ে রয়েছে। কিন্তু হিমাচল প্রদেশ অ্যাসোসিয়েশনের মাঠে সম্মানরক্ষার খাতিরেই তাঁরা ম্যাচ জিততে চাইবেন। বিরাট কোহলি আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে। বর্তমানে তাঁর দল একদম শেষ পর্যায় এসে ঘুরে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আইপিএলের প্লে অফ আর হয়ত সম্ভব নয়, কিন্তু টি২০ বিশ্বকাপের আগে নিজের পরিসংখ্যান একটু শক্তি ও ত্রুটির দিকগুলো ভালো করে দেখে নিতে চাইবেন কোহলি। এছাড়া আইপিএলের সর্বোচ্চ রানের দৌড়ে থাকায় অবশ্যই কোহলি চাইবেন শেষ তিন ম্যাচ শেষে অর্থাৎ গ্রুপ লেগে পরে আইপিএলের অরেঞ্জ ক্যাপ যেন তাঁর কাছেই থাকে। এদিকে পঞ্জাব কিংস গত ম্যাচে চেন্নাইয়ের কাছে হার কাটিয়ে ঘুরে দাঁড়াতে মুখিয়ে থাকবে বিরাটদের বিপক্ষে।