Pat Cummins’ Hyderabad will play at home on Thursday.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার নিজেদের ডেরায় খেলতে নামছে প্যাট কামিন্সের হায়দরাবাদ। প্রতিপক্ষ দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগ টেবিলে লাস্ট বয় বেঙ্গালুরু। আইপিএলের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ নিয়েও কিছু করতে পারেনি। আর বোলিং তাদেরই এমনই যে প্রথম লেগের ম্যাচে এই সানরাইজার্সের বিরুদ্ধে রেকর্ড ২৮৭ রান দিয়েছিল তারা। এবার অবশ্য অত রান ওঠার প্রশ্ন নেই, কারণ নিজামের শহরের মাঠ কিছুটা বড়। যদিও ট্রাভিস হেড যে ফর্মে রয়েছেন তাতে অবশ্য অস্বাভাবিক কিছুই নয়। আরেক ওপেনার অভিষেক শর্মাও বেশ ভালো খেলছেন। প্যাট কামিন্স সুচতুর ছক কষে ঠিকই ম্যাচ বের করে আনছেন। বড় দলকেও টেক্কা দিয়ে দিচ্ছে, ফলে এই ম্যাচে ফেভারিট তারাই। কিন্তু যে দলে বিরাট কোহলি আছেন, সেই দলকে পয়েন্ট না দিলেও চলবে না। ফলে দল অবশ্যই তার ওপরই নির্ভর করবে আইপিএলে নিজেদের দ্বিতীয় জয়ের মুখ দেখার জন্য। এখন দেখার কামিন্স বনাম দুপ্লেসির লড়াইয়ে শেষ হাসি কে হাসে।