Sunrisers Hyderabad are entering the field in the must-win match in the IPL on Thursday.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার আইপিএলে মাস্ট উইন ম্যাচে মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। তাঁদের প্রতিপক্ষ এবারের আইপিএলের প্লে অফ থেকে ছিটকে যাওয়া গুজরাট টাইটান। এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলেছে সানরাইজার্স, এই ম্যাচ জিতলেই তাঁদের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। কারণ তাঁরা পৌঁছে যাবে ১৬ পয়েন্টে, সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস ছাড়া আর কেউই তাঁদের ধরতে পারবে না। গতবছর হায়দরাবাদের দলের পারফরমেন্স একদম ভালো ছিল না। তুলনায় এবার অনেক বেশি সঙ্ঘবদ্ধ প্যাট কামিন্সের দল। গুজরাট শিবির সোমবার পর্যন্ত প্লে অফের দৌড়ে ছিল, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যেতেই তাঁদের ছিটকে যায় আইপিএল থেকে। এই অবস্থায় গত দুবছরের সফলতম দল চাইবে সম্মানরক্ষার ম্যাচ জিতে মাঠ ছাড়তে। এদিকে নিজামের শহরের দল তাকিয়ে থাকবে ট্রাভিস হেড, অভিশেক শর্মা জুটির দিকে।