Mumbai Indians and Sunrisers Hyderabad will be looking for their first IPL win in Hyderabad on Wednesday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বুধবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আইপিএলের নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। দুই দলই তাদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে । কলকাতা নাইট রাইডার্স-এর বিপক্ষে হারতে হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদকে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স দল গত ম্যাচে হেরেছে গুজরাট টাইটানসের বিপক্ষে । সানরাইজার্সের হেনরিখ ক্লাসেন নাইট রাইডার্স-এর বিপক্ষে অনবদ্য ব্যাটিং করেছিলেন। তেমনই মুম্বাইয়ের হয়ে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ব্যর্থ হলেও তাদের ওপেনার রোহিত শর্মা নজর কেড়েছিলেন প্রথম ম্যাচে। জয়ের দোরগোড়ায় দলকে প্রায় পৌঁছে দিয়েছিলেন রোহিত নিজেই, কিন্তু শেষ দিকে ম্যাচ ফিনিশ করতে না পারায় গুজরাটের বিরুদ্ধে হারতে হয় মুম্বাইকে। দুই দলের শক্তি নিরিখে দাঁড়িয়ে একই জায়গায়। কারণ অবশ্যই সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিনস। যিনি ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই সিদ্ধহস্ত। অন্যদিকে ভারতীয় ব্রিগেড যথেষ্ট স্ট্রং মুম্বাইয়ের। হার্দিকদের এটা আওয়ে ম্যাচ হলেও তারা জয়ের জন্যই মাঠে নামতে চলেছেন। প্রথম ম্যাচে বিস্তর বিতর্ক হয়েছে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে, শুধু তিনি জেতাতে পারেননি তাই নয়। রোহিত শর্মাকে বারবার ফিল্ডিং পজিশন চেঞ্জ করা নিয়েও তিনি সমালোচিত হয়েছিলেন। এই বিতর্কের উত্তাপ যদি ড্রেসিংরুমে পৌঁছে যায় তাহলে দলের ক্ষতি। তাই মুম্বাই টিম ম্যানেজমেন্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে, ব্যাপারটি ঠান্ডা করার চেষ্টা করেছে। ফলে আশা করা যেতে পারে দ্বিতীয় ম্যাচ থেকে আর রোহিত শর্মাকে নিয়ে হতাশ নাও হতে পারেন তার সমর্থকরা। এখন দেখার বুধবারের ম্যাচের পর পয়েন্ট তালিকায় খাতা খোলে নিজামের শহর না আরব সাগর তীরের দল।