Virat vs Kuldeep fight, must win match for both teams
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস। নির্বাসনের জেরে এই ম্যাচে নেই দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত। ফলে তাঁকে ছাড়াই নামতে হবে ম্যাকগার্ক, নর্টজেদের। সেখানে আরসিবি কিছুটা ভালো জায়গায় রয়েছে। পঞ্জাবকে হারিয়ে বেশ খোশমেজাজে রয়েছে তাঁরা। বিরাটও রানের মধ্যেই রয়েছেন। দিল্লির যা পরিস্থিতি তাতে পরপর দুটো ম্যাচ জিতলে তাঁরা প্লে অফ প্রায় পাকা করে ফেলবে। সেদিক থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরের দুই ম্যাচ জিতলেও তাঁদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। কিন্তু লিগের শেষ প্রান্তে এসে যেভাবে ডুপ্লেসি, জ্যাকসরা ঘুরে দাঁড়িয়েছে তাতে অ্যাডভান্টেজ আরসিবিই। দিল্লির বোলিং খুব একটা নজরকাড়া না হলেও ম্যাচে লড়াই দেখা যেতে পারে কুলদীপ যাদবের সঙ্গে বিরাট কোহলির। কারণ ভারতীয় স্পিনারদের মঝ্যে বেশ ছন্দে রয়েছেন দিল্লির এই স্পিনার। এখন দেখার দিল্লি, বেঙ্গালুরুর লড়াই শেষে প্লে অফের দিকে এক পা এগিয়ে যায় কোন দল।