Big run by Virat Kohli’s bat, Bengaluru won
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলের ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে লিগ টেবিলে কিছুটা ওপরে উঠে এল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেশ বড় ব্যবধানে জিতল আরসিবি। ৬০ রানে হারিয়ে দিল পাঞ্জাবকে। প্রথমে ব্যাটিং করে বিরাট কোহলির অনবদ্য ৯২ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ২৪১ রান তোলে বেঙ্গালুরুর দলটি। সমস্ত স্ট্রাইক রেট বিতর্ক উড়িয়ে ৪৭ বলে বিরাট করেন ৯২ রান, মারেন ৬টি ওভার বাউন্ডারি। রজত পতিদার করেন ৫৫ রান, ক্যামেরন গ্রিন করেন ২৭ বলে ৪৬ রান। এই ফর্ম যদি তারা শুরুর দিকে দেখাতে পারতেন, তাহলে এত খারাপ অবস্থা হয়ত হতো না বেঙ্গালুরুর। জবাবে ব্যাট করতে নেমে রিকি রুশো এবং শশাঙ্ক সিংহ কিছুটা লড়াই দেন। ২৭ বলে ৬১ রান করেন রিলি রুশো। ১৯ বলে ৩৭ রান করে লড়াই দেন শশাঙ্ক সিংহ। কিন্তু তিনি রান আউট হতেই ম্যাচ ঘুরে যায়। বেয়ারস্টো ২৭ রান করেন, কিন্তু বাকিরা বড় রান পাননি। তাতেই কার্যত পিছিয়ে পরে পাঞ্জাব। শেষ পর্যন্ত ১৭ ওভারে ১৮১ রানেই অল আউট হয়ে যায় পাঞ্জাব শিবির। এই জয়ের ফলে লিগ টেবিলে ৭ নম্বরে উঠে এল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু বিরাট কোহলি রানের মধ্যে থাকায় এবং এখনো অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকায় কিছুটা স্বস্তিতে রইল টিম ম্যানেজমেন্ট।