Chennai Super Kings stay strong in playoff race with 5-wicket win over Rajasthan Royals
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারিয়ে প্লে অফের দৌড়ে জোরালো ভাবেই রইল চেন্নাই সুপার কিংস। রবিবার চিপকের মাটিতে তাঁদের জিততেই হতো পরের রাউন্ডের লড়াইয়ে থাকতে গেলে। সেখানেই এবারের আইপিএলের অন্যতম সেরা দল রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারিয়ে দিল সিএসকে। সিমরনজিত সিং নিলেন সিএসকের হয়ে তিন উইকেট। প্রথমে ব্যাট করে রিয়ান পরাগের ৪৭ রানের সৌজন্যে ৫ উইকেটে ১৪১ করেন রাজস্থান রয়্যালস। জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনিয় রান তুলে নেয় সিএসকে। ঘরের মাঠে এটা তাঁদের ৫০তম জয়। ব্যাট করতে নেমে রুতুরাজ গায়েকওয়াড় করেন ৪২ রান। রচিন রবীন্দ্র করেন ২৭ রান। অধিনায়ক রুতু শেষ পর্যন্ত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।