Chennai Super Kings got some oxygen by defeating Punjab Kings in the IPL match.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পাঞ্জাব কিংসকে আইপিএলের ম্যাচে হারিয়ে কিছুটা অক্সিজেন পেল চেন্নাই সুপার কিংস। মাস্ট উইন ম্যাচে তারা স্যাম কারানদের দলের বিপক্ষে জয় তুলে নিল। ব্যাট হাতে অবশ্য চেন্নাই দল তেমন নজর কাড়তে পারেনি, বরং মধ্যমানের ছিল তাদের পারফরম্যান্স। গোল্ডেন ডাক হন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু ঝরঝরে পাঞ্জাব ব্যাটিং লাইন আপ ১৬৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে পারেনি। ২৮ রান দূরে থেকে যায় তাদের ইনিংস। ৪৩ রান করেন রবীন্দ্র জাদেজা, ৩২ রান করেন রুতুরাজ গায়েকওয়ার, ৩০ রান করেন ডারিল মিচেল। জবাবে ব্যাট করতে নেমে ১৪৯ রানেই অল আউট হয়ে যায় পাঞ্জাব। প্রভশিমরণ সিং করেন ৩০ রান। শশাঙ্ক সিংহ করেন ২৮ রান। বাকি জনি বেয়ারস্টো, রিলি রুশো, স্যাম কারান, জিতেশ শর্মারা ডাহা ফেল করলেন সিএসকের বিরুদ্ধে। ৩ উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা , তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হন। ১১ ম্যাচে ১২ পয়েন্ট হল ধোনির দলের।