Bengaluru kept their dream of playoffs alive by defeating Delhi
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: দিল্লি ক্যাপিটালসকে ৪৭ রানে হারিয়ে প্লে অফের আশা জিইয়ে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি খুব বড় রান না পেলেও মিডল অর্ডার এদিন বাঁচিয়ে দিল আরসিবিকে। ৩২ বলে ৫২ রান করেন রজত পতিদার। ২৯ বলে ৪১ রান করেন উইল জ্যাকস। ২৪ বলে ৩২ রান করেন ক্যামেরন গ্রিন। বিরাট কোহলি করেন ১৩ বলে ২৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৪০ রানেই গুটিয়ে যায় দিল্লির ইনিংস। ৩ উইকেট নেন আরসিবির যশ দয়াল। অক্ষর প্যাটেল ৫৭ রান, শাই হোপ ২৯ এবং ফ্রেজার ম্যাক গার্ক ২১ রান করলেও জিততে পারেনি দিল্লি। এই জয়ের ফলে চেন্নাইয়ের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ১৮ রানে জিততে হবে বিরাটদের। অথবা ১৮.১ ওভারের মধ্যে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে হবে।