Rajasthan Royals camp won two consecutive matches in IPL.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলে টানা দুই ম্যাচে জয় পেল রাজস্থান রয়্যালস শিবির। নিজেদের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালকে ১২ রানে হারিয়ে দিল মরু রাজ্যের দল। প্রথমে ব্যাট করতে নেমে পর পর উইকেট হারিয়ে চাপে পরে যায় রাজস্থান দল। দ্রুত সাজঘরে ফেরেন যশস্বী , স্যামসন। এরপর ম্যাচের হাল ধরেন ৫ নম্বরে ব্যাট করতে আসা রবিচন্দ্রন অশ্বিন। করেন ১৯ বলে ২৯ রান। রিয়ান পারাগ অসাধারণ ইনিংস খেলেন। করেন অপরাজিত ৮৪ রান। সেই সুবাদেই রাজস্থানের স্কোরলাইন দাড়ায় ৫ উইকেটে ১৮৫। জবাবে ব্যাট করতে নেমে দিল্লির দুই ওপেনার ভালো শুরু করেন। ৪৯ রান করেন ডেভিড ওয়ার্নার, ঝড়ো ২৩ রান করেন মিচেল মার্শ। শেষদিকে স্টাবস নেমে করেন ৪৪ রান। কিন্তু অভিষেক ও ঋষভ পন্থের ধির গতির ইনিংস দিল্লির রান রেট কমিয়ে দেয়। শেষমেশ ১২ রানে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস দল। বল হাতে নজর করেন যুজবেন্দ্র চাহাল। নেন দুই উইকেট, অত্যন্ত কম ইকোনমিতে। এই জয়ের সঙ্গে সঙ্গেই লীগ টেবিলে ২ নম্বরে উঠে এল সঞ্জু স্যামসনরা।