Butlers put the team in trouble on the way to the country
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলের মাঝেই বিপাকে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস দল। তবে আরও সমস্যায় আইপিএলের প্লে অফের দৌড়ে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।কারণ তাঁদের অন্যতম সেরা ব্যাটার উইল জ্যাকস ইতিমধ্যেই দল ছেড়ে ইংল্যান্ড রওনা দিয়েছেন। বিশ্বকাপের জন্য তাঁদেরকে ইসিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল দেশে ফেরার জন্য। ফলে ইতিমধ্যেই দল ছাড়তে শুরু করে দিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। উইল জ্যাকস ছাড়াও ইংল্যান্ডের রিস টোপলি যিনি আরসিবির হয়ে খেলেন তিনিও দল ছেড়েছেন। রাজস্থান রয়্যালসে খেলা জস বাটলার, যিনি ইংল্যান্ডের অধিনায়ক তিনিও দল ছাড়ছেন। পঞ্জাবের লিয়াম লিভিংস্টোন ইংল্যান্ড ফিরছেন। ২২ তারিখের মধ্যে ইংল্যান্ডে পৌঁছাবেন নাইট রাইডার্সের ফিল সল্ট, চেন্নাই সুপার কিংসের মইন আলিও। ফলে আইপিএলের মাঝপথেই বেশ চাপে পড়ে গেল দলগুলি।