Sri Lankan spinner Mahish Thiksana will not be seen bowling in IPL this year.Mahi jokingly said this to Thiksana
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : চলতি বছরে আইপিএলে কি বোলিং করতে দেখা যাবে না শ্রীলঙ্কান স্পিনার মহিশ থিকসানাকে। হঠাত্ই কেন এমন প্রশ্ন উঠছে। তার কারণ মহেন্দ্র সিং ধোনি নিজেই নাকি তাকে বোলিং করতে বারন করেছিলেন। তবে বিষয়টি অতটাও চিন্তার নয়। একান্ত মজা করেই থিকসানাকে এমন কথা বলেছিলেন মাহি। গত আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর মজা করে মাহি এমন কথা বলেন লঙ্কান স্পিনারকে। কারণ বল হাতে ডেথ ওভারে দুরন্ত বোলিং করেছিলেন থিকসানা। তবে বাকি সময় ব্যাটিং বা ফিল্ডিংয়ে একদমই দলকে হতাশ করেছিলেন তিনি। প্রায় ৪-৫টি ক্যাচও মিস করেছিলেন। তাই ধোনি তাকে ফাইনাল জয়ের পর মজা করে বলেন, আগামি বছর থেকে ব্যাটিং আর ফিল্ডিং করতে হবে তাকে, বোলিং না করলেও চলবে। গল্প আড্ডায় এই রহস্য ফাঁস করলেন শ্রীলঙ্কার এই স্পিনার। এবারও সিএসকেতেই খেলবেন মহিশ থিকসানা।