Shreyas Iyer is going to play in Kolkata Knight Riders jersey from the beginning of IPL.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বড়সর অঘটন না ঘটলে আইপিএলের শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলতে চলেছেন শ্রেয়াস আইয়ার। পিঠে চোটের জন্য পর পর দু দিন রঞ্জি ট্রফির ফাইনালে মাঠে নামা হয়নি শ্রেয়াসের। ব্যাটিং করার সময়ই পিঠে ব্যাথা অনুভব করেছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। চিন্তা ছিলো, পুরনো চোটের জন্য কি আরো একবার কপাল পুড়বে নাইটদের। তবে আশার বাণী, তাকে শুরু থেকেই পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন এই তারকা ক্রিকেটার। ২৩ ম্যাচ থেকে নিজেদের আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ। জ্যাসন রয় দল ছাড়ার পর অবশেষে শ্রেয়াসের ফিট হওয়ার খবরে কিছুটা স্বস্তিতে নাইট থিঙ্ক ট্যাংক।