Chennai Super Kings are facing Gujarat Titans in an important match of IPL on Friday.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ধোনিদেরকে এই ম্যাচ জিততেই হবে প্লে অফ নিশ্চিত করে ফেলতে গেলে। কারণ নেট রান রেট ভালো জায়গায় থাকলেও হেরে গেলে লখনউ এবং দিল্লি ক্যাপিটালসের কাছে ফের সুযোগ চলে আসবে, দলও চাপে পড়ে যাবে। অবশ্য সিএসকের অধিনায়ক রুতুরাজ গায়েতওয়াড় এই মূহূর্তে যে ছন্দে রয়েছেন তাতে অ্যাডভান্টেজ নিঃসন্দেহে সিএসকে। কিন্তু দল ধারাবাহিকতা দেখাতে পারছে না। এরই মধ্যে মুস্তাফিজুরের দেশে ফেরা এবং পথিরানার চোট চিন্তায় ফেলেছে তাঁদের। এদিকে গুজরাট টাইটান্স কার্যত লিগ থেকে ছিটকেই গেছে, কারণ যে অঙ্ক তাঁদের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে সেই অঙ্ক মেলানো বেশ কঠিন। শুভমন গিল অন্তত চাইবেন রানের মধ্যে ফিরতে, কারণ তাঁর ব্যাটেও রানের খরা চলছে।