Greek footballer Dimitris Diamantakos left Kerala Blasters.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: কেরল ব্লাস্টার্স ছেড়ে দিলেন গ্রিসের ফুটবলার দিমিট্রিস দিয়ামানতাকোস। এই তারকা ফুটবলার গত দুই মরশুমে ছিলেন কেরলের অন্যতম সেরা ফুটবলার। দলের সাফল্যের মূল কাণ্ডারি ছিলেন তিনি। কিন্তু এবারের আইএসএলের গোল্ডেন বুট জেতা দিমি জানিয়ে দিলেন, আগামী মরশুমে আর কেরলের জার্সিতে দেখা যাবে না তাঁকে। এবারের আইএসএলে কলকাতার ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, দুই দলের বিরুদ্ধেই গোল করেছিলেন তিনি। এরপর তাঁকে পেতে ঝাঁপায় আইএসএলের অন্য দলগুলি। সেই তালিকায় রয়েছে ইস্টবেঙ্গলও। শেষমেষ সোমবার তিনি জানিয়ে দিলেবন আর কেরলে থাকছেন না তিনি। গ্রিসের এই ফুটবলার ধন্যবাদ জানিয়েছে ইনস্টাগ্রামে লিখেছেন, কেরল ব্লাস্টার্স দল তাঁকে যেভাবে প্রথম দিন থেকেই মানিয়ে নিতে সাহায্য করেছিল এবং সমর্থন করেছে তাতে তিনি আপ্লুত। কিন্তু দুর্ভাগ্যবশত এই যাত্রা এখানে শেষ করতে হচ্ছে।