Knight Riders’ defeat in Kolkata, Punjab’s stunning win
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স হেরে গেল ইডেন গার্ডেন্সে। ২৬১ রান তোলার পরেও এক ওভারের বেশি বাকি থাকতেই ম্যাচ জিতে নিল পঞ্জাব কিংস। স্কোর দেখে মনে হয়েছিল জিতবে কেকেআর। কিন্তু জেতা হল না নাইট রাইডার্সের। ৮ উইকেটে ম্যাচ জিতে নিল পঞ্জাব। সৌজন্যে ইংরেজ ব্যাটার জনি বেয়ারস্টোর অনবদ্য শতরান। প্রথমে ব্যাট করতে নেমে সুনীল নারিন ৭১ এবং ফিল সল্ট ৭৫ রান করে ইডেনে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তুলতে সাহায্য করে। কিন্তু তখনও তাঁরা জানতেন না ২৬১ রানের স্কোরও নিশ্চিন্তের হবে না। এর আগে রাজস্থানের বিপক্ষেও ২০০-র ওপর রান তুলে ইডেনে হেরেছিল নাইটরা। এবার ফের বড় রান তুলেও শেষরক্ষা হল না। ৪৮ বলে ১০৮ রান করেন বেয়ারস্টো। ৬৮ রানের দুরন্ত ইনিংস খেলেন পঞ্জাবের শশাঙ্ক সিংও। ওপেনার প্রভশিমরন সিং ৫৪ রান করেন। ম্যাচের সেরা নির্বাচিত হন জনি বেয়ারস্টো।