Sunrisers Hyderabad set another record in IPL
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলে ফের রেকর্ড গড়ে ফেলল সানরাইজার্স হায়দরাবাদ। পাওয়ার প্লেতে এবারের আইপিএলে সর্বোচ্চ রান তুলল তারা। প্রথম ৬ ওভারে এল ১২৫ রান। মাত্র ৬.১ ওভারেই উঠল ১৩১ রান। অবাক হলেও সত্যি। দিল্লি বোলারদের শাসন করে হায়দরাবাদের ওপেনিং জুটি কার্যত ছেলে খেলা করলো। ৩২ বলে ৮৯ রান করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেড, মারলেন ৬ টি ওভারবাউন্ডারি ও ১১ টা বাউন্ডারি। আরেক ওপেনার অভিষেক শর্মা তো আরও ভয়ঙ্কর ইনিংস খেলে দিলেন। মাত্র ১২ বলে ৪৬ রান করলেন তিনি, অভিষেক আবার ৬ মারলেন ৬টি আর চার মারলেন মাত্র ২টি। জুটিতে উঠলো ১৩১ রান। এবারের আইপিএলে সব থেকে ভয়ংকর ওপেনিং জুটি প্যাট কামিন্সের দলেরই। প্রথম থেকেই নির্ভয়ে বেপরোয়া হয়ে খেলছেন হেড এবং অভিষেক। শেষ মেষ কুলদীপ যাদবের বলে আউট হন দুজনে। ততক্ষণে অবশ্য যা ক্ষতি হওয়ার হয়ে গেছে দিল্লির বোলারদের। কারণ একজন বোলারও তাদের সামনে দাঁড়িয়ে পারেননি। পরে তারা আউট হলেও কেউই নিজেদের ছন্দে সেভাবে ফিরতে পারলেন না হ্যাঙ্গওভার কাটিয়ে।