Royal Challengers Bangalore will take on Rajasthan Royals in the IPL eliminator on Wednesday.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বুধবার আইপিএলের এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা ৬ ম্যাচ জিতে এখানে খেলতে নামছে আরসিবি, অন্যদিকে পরপর ম্যাচ হেরে খাদের কিনারায় দাঁড়িয়ে রাজস্থান রয়্যালস দল। তাঁরা প্রথমদিকে যে ক্রিকেট খেলেছিল, সেদিক থেকে আইপিএলের দ্বিতীয় পর্বে একদমই নিজেদের পারফরমেন্স সেই মানের দেখাতে পারেনি তাঁরা। যার ফলে এক নম্বরে থাকা দল এখন খেলতে নামছে এলিমিনেটর ওয়ানে। পরিস্থিতি যা, তাতে বুধবারের ম্যাচ জিততেই হবে তাঁদের। নাহলে আইপিএল থেকেই গুডবাই হয়ে যাবে, কারণ প্লে অফের এই ম্যাচ থেকে জয়ী দল পরের কোয়ালিফায়ার খেলে ফাইনালে যাবে, কিন্তু হেরে গেলেই ছিটকে যাবে। বিরাট কোহলির সঙ্গে ট্রেন্ট বোল্টের লড়াই দেখার মতো হবে, তা বলাই যায়। এখন দেখার গুরুত্বপূর্ণ ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে রাজস্থান, না নিজেদের স্বপ্নের দৌড় জারি রাখে আরসিবি।