Eight of the ten teams in the IPL have Indian captains in charge.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ঠিক এক সপ্তাহের অপেক্ষা। তার পরই শুরু বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবারের আইপিএলের দশটি দলের মধ্যে আটটি দলেরই দায়িত্বে থাকছে ভারতীয় অধিনায়ক। অনেক ক্ষেত্রেই দেখা যায়, বিদেশী ক্রিকেটারদের ওপর ভরসা দেখান ফ্র্যাঞ্চাইজির মালিকরা। যদিও এবারের আইপিএলে কিন্তু এগিয়ে থাকছে ভারতীয়রা। মহেন্দ্র সিংহ ধোনি প্রত্যেক বছরের মত এবছরও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করতে দেখা যাবে বরোদার হার্দিক পন্দিয়াকে। অন্যানবার রোহিত শর্মা অধিনায়কত্ব করেন। বিরাট কোহলির দল আরসিবির অধিনায়কত্ব করবেন ফাফ দুপ্লেসিস। কলকাতার দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। গুজরাট টাইটানসের নেতা হিসেবে দেখা যাবে প্রতিভাবান ক্রিকেটার শুভমন গিলকে। লখনউ সুপার জায়ান্টদের অধিনায়ক লোকেশ রাহুল। শিখর ধাওয়ান নেতৃত্ব দেবেন পঞ্জাব কিংসের। রাজস্থানের নেতা সঞ্জু স্যামসন। চোট সরিয়ে উঠে দিল্লি ক্যাপিটালের অধিনায়ক ঋষভ পন্থ। আর বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স নেতৃত্ব দেবেন সানরাইজার্স হায়দরাবাদ শিবিরের।