Harshit Runner has also been banned for one match.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : কপাল খারাপ থাকলে যা হওয়ার তাই হয়, হলও সেটাই। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে অভিষেক পোড়েলকে আউট করার পর নাইট রাইডার্স ক্রিকেটার হর্ষিত রানা তাকে সাজঘরের উদ্দেশ্যে আঙুল দেখিয়েছিলেন। এরপর ফ্লাইস কিস ছুড়ে দিতে যান, যদিও তখনকার মতো নিজেকে সামলে নিয়েছিলেন রানা। কারণ হায়দরাবাদ ম্যাচে এই একই অপরাধে তাঁর ম্যাচর ফির ৬০ শতাংশ কাটা গেছিল। ভেবেছিলেন হয়ত এযাত্রায় পার পেয়ে যাবেন। কিন্তু হল না। এবার আর ৬০ শতাংশ নয়, আইপিএলের এক ম্যাচের ১০০ শতাংশ ফাইন হল হর্ষিত রানার। শুধু তাই নয়, পাশাপাশি এক ম্যাচের জন্যেও নির্বাসিত করা হয়েছে এই ক্রিকেটারকে। ফলে পরের ম্যাচেই তাঁকে মাঠের বাইরে বসতে হচ্ছে। খেলা হবে না এই তারকা ক্রিকেটারের। অবশ্য কেকেআর এই মূহূর্তে ভালো জায়গায় রয়েছে বলে হয়ত এযাত্রায় বেঁচে গেল। কারণ স্টার্কদের যা পারফরমেন্স, তার থেকে ঢের ভালো খেলছেন হর্ষিত, বৈভবরা।