Kolkata vs Punjab match at Eden Gardens on Friday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শুক্রবার ইডেন গার্ডেনসে লড়াই লিগ টেবিলের সেকেন্ড বয়ের সঙ্গে ৯ নম্বরে থাকা পাঞ্জাব কিংসের। এবারের আইপিএলে এখনো পর্যন্ত মাত্র ২টি ম্যাচে জিতেছে স্যাম কারানের দল। বাকি ৬টিতেই হেরেছে। আসল অধিনায়ক শিখর ধাওয়ান চোটের জন্য নেই, ফলে ওপেনিংয়ে সমস্যা আরো বেড়েছে কিংসদের। কলকাতাও অবশ্য ধারাবাহিকতার অভাবে ভুগছে। এবারের আইপিএলে চেনা ছন্দে শুরু করলেও হঠাৎই পরে ছন্দপতন হয়েছে। গত ম্যাচে জিতলেও এই ধারাবাহিকতা ধরে রাখাই প্রধান কাজ হতে চলেছে রাসেলদের। সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী ইডেনে স্পিন বোলিং ভালোই করছেন। এরই মধ্যে ফাস্ট বোলাররা তেমন নজর কাড়তে পারছেন না। এদিকে আঙুলে চোটের জন্য এই ম্যাচে অনিশ্চিত মিচেল স্টার্ক। পরিবর্তে দলে আসতে পারেন দুষ্মন্ত। ব্যাটিংয়ে ফের নারিন – সলটের দিকেই তাকিয়ে থাকবে কেকেআর। কারণ পাঞ্জাবের কাজিসো রাবাদা রয়েছেন।একটু বেশি রান দিলেও দরকারের সময় খুব খারাপ খেলছেন না তিনি। এখন দেখার ইডেন গার্ডেনসে শেষ হাসি কে হাসে।